বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

রাজধানীর সাতরাস্তা অবরোধে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা

Mithu Murad | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮

রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ছয় দফা দাবিতে তারা এ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল খাতকে কুক্ষিগত করার নীল-নকশার অংশ হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছেন। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো হলো—

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল,

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল,

  • ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন,

  • ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল,

  • নিয়োগবিধি সংশোধন।

বিক্ষোভের কারণে সাতরাস্তা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top