হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৯
রোববার (১৪ ডিসেম্বর) সকালে র্যাব ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, মোটরসাইকেলের নম্বর ৫৪-৬৩৭৫। হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পরে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবার নাম মো. আবুল কাশেম এবং বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ।
হামলার ঘটনায় হান্নান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকে ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।