রাবিতে শিক্ষকদের লাঞ্ছনের ঘটনায় অফিসার সমিতির শাটডাউন স্থগিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে কর্মকর্তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় শাটডাউন আপাতত স্থগিত রাখা হলো।
অফিসার সমিতি জানিয়েছে, আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত কর্মকর্তা ও সমিতির প্রতিনিধিরা বলেন, “প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন হবে। অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।