চুল কেটে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৯

 রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার প্রতিবাদে সব একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

লাঞ্ছিত একাধিক শিক্ষার্থী জানান, রোববার দুপুরে পরীক্ষার হলে ঢোকার সময় আগে থেকেই কাঁচি হাতে দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত শিক্ষক। যাদের চুল বড় ছিল তাদের বেশ খানিকটা চুল কাঁচি দিয়ে কেটে দেন তিনি। এর আগে সেই শিক্ষকের ভয়ে সকলেই চুল কেটে আসতো বলে জানায় উক্ত শিক্ষার্থী।

এসব ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সংগীত বিভাগের চেয়ারম্যান অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top