ফকিরহাটে আগুনে পুড়ে প্রতিবন্ধীর মৃত্যু

ফকিরহাট থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০২:৪৫

ফকিরহাটে আগুনে পুড়ে প্রতিবন্ধীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামে আগুনে পুড়ে বিদ্যুৎ বিশ্বাস (৫৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য প্রদিশ অধিকারী জানায়, মঙ্গলবার (০৮ মার্চ) রাত ৮টার দিকে শুভদিয়া গ্রামে নিজ গৃহে আকস্মিক এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াটার দিকে তিনি মারা যান।

তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। ঘটনার সময় বাড়ী কেউ ছিলেন না বলে জানা গেছে। মৃত বিদ্যুৎ বিশ্বাস শুভদিয়া গ্রামের লালচাঁদ বিশ্বাসের পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ২কন্যা রেখে গেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমসহ বিভিন্ন জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতের পরিবারকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top