ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের এক নাবিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৫:০০

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় এক নাবিকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এই ঘটনায় নিখোঁজ আরও তিন নাবিকের সন্ধান মেলেনি। এছাড়া জাহাজ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি আবুল খায়ের গ্রুপের জাহাজ এমভি টিটু-১৪ এর নাবিক লস্কর হানিফ শেখের (২৫) বলে নিশ্চিত করেছেন নৌপুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি বলেন, ভাটিয়ারি উপকূলীয় এলাকায় একটি মরদেহ ভাসছে বলে স্থানীয়দের কাছ থেকে সংবাদ শুনে ঘটনাস্থলে যাই। এরপর সুরতহাল রিপোর্ট করি। মরদেহের ছবি তুলে আবুল খায়ের গ্রুপের লোকজনের কাছে দিয়েছি। কারণ সাগরে লাইটার জাহাজ ডুবির সংবাদটি আমাদের কাছে ছিল। এছাড়া লাইটারেজ জাহাজ ইউনিয়নের সভাপতি ও সম্পাদককেও ছবি পাঠাই।
তিনি আরও বলেন, প্রথমে চুলের ও মোবাইলের ছবি দেখে আবুল খায়ের গ্রুপের লোকজন মরদেহটি হানিফ শেখের বলে জানায়। পরে উদ্ধার করা মরদেহ দেখে তারা নিশ্চিত হয় এটি ডুবে যাওয়া এমভি টিটু-১৪ এর লস্কর হানিফ শেখের।
পুলিশের এই কর্মকর্তা বলেন, দুদিন আগে লাইটারেজ জাহাজটি ডুবির ঘটনা ঘটেছে। এতে মরদেহ পচে গেছে ও মুখমণ্ডল ফুলে বিকৃত হয়ে গেছে। মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নাবিকের মরদেহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।