গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ারম্যান গাউছুল আজম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুন ২০২২, ২১:১৭

গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ারম্যান গাউছুল আজম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ফায়ারম্যান গাউসুল আজমের (২৪) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুন) রাত ১২টায় যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

রোববার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবর শুনে তার গ্রামের বাড়িতে শুরু হয় স্বজনদের আহাজারি। গাউছুলের একমাত্র পুত্রসন্তান ছয় মাস বয়সী সিয়াম জানে না, সে তার বাবাকে হারিয়েছে।

রোববার বিকেল ৩টায় ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে গাউসুলকে গার্ড অব অনার দেওয়া হয়।এরপর প্রথম জানাজা শেষে স্বজনরা মরদেহ নিয়ে রওনা হয় গ্রামের বাড়ি যশোরের পথে। রাত সাড়ে ১০টার দিকে লাশবাহী ফ্রিজিং ভ্যানে গাউসুলের মরদেহ গ্রামের বাড়ি মনিরামপুরের খাটুয়াডাঙায় পৌঁছায়।

এরপর গাউছুলের মরদেহ নিয়ে যাওয়া হয় খাটুয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। যেখানে জড়িয়ে আছে মনিরামপুরের কৃতি সন্তান গাউছুলের শৈশবের স্কুলজীবনের স্মৃতি। সেই স্কুল মাঠেই ফায়ার সার্ভিসের বিভাগীয় ও যশোর জেলার কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া হয় গার্ড অব অনার। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যক্তিরা। এরপর কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রাত সাড়ে ১১টায় পড়ানো হয় গাউসুলের শেষ জানাজা। জানাজা শেষে গাউসুলের মরদেহ পুনরায় নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে রাত ১২টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।







পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top