পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ০৬:৩২

পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীর কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারীর দায়ে ফয়সাল ইসলাম (২৩) নামে যুবককে হাতে নাতে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা। 

পার্বতীপুর জিআরপি থানার ওসি দেওয়ান জিয়ারউর রহমান জিয়া জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জিআরপি থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিজ্ঞ বিচারকের নির্দেশে পুলিশ স্টেশনের ১নং প্লাটফরমের টিকেট কাউন্টারের সামনে থেকে ঢাকাগামী ট্রেনের ৬টি টিকেটসহ  টিকেট কালোবাজারীর অভিযোগে ফয়সাল ইসলাম কে গ্রেফতার করে। সে পার্বতীপুর শহরের বাবুপাড়া মহল্লার আঃ হামিদের পুত্র। পরে ঘটনাস্থলেই টিকেটসহ গ্রেফতারকৃত যুবককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় উক্ত দন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক। 

উল্লেখ্য, পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top