বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

শাকিল খান | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ জন। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭)  ও হেলপার রুবেল হাওলাদার (২২) । তাদের বাড়ি ইউনিয়নের বরতা গ্রামে।

জানা গেছে, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির দুইজন নিহত হয়। এ ছাড়া বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top