কক্সবাজারে রোহিঙ্গা সংলাপ শুরু, ১৭০ দেশের প্রতিনিধি অংশ নেবেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৫:৪৪

আজ কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রোহিঙ্গা সংলাপ। এই সংলাপ আয়োজন করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে কার্যকর সুপারিশ প্রণয়নের জন্য।
সংলাপে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সংলাপে মানবিক সহায়তা, রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা, প্রত্যাবাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি সমাধানের কৌশল নিয়ে পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হবে। ২৬ আগস্ট অংশীজনরা শরণার্থী শিবির পরিদর্শন করে সরাসরি চ্যালেঞ্জগুলো বুঝবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সরকারের লক্ষ্য—নিরবচ্ছিন্ন বৈদেশিক সাহায্য বজায় রাখা, আন্তর্জাতিক মহলে আলোচনায় রোহিঙ্গা সংকট দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।
এই সংলাপের সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে, যেখানে ১৭০ দেশের প্রতিনিধি অংশ নেবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।