মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বরকতউল্লা বুলু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১২:৫০

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু দাবি করেছেন—বেগম খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।

সোমবার, কুমিল্লা টাউন হল মাঠে এক সম্মেলনে তিনি বলেন—১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়াকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে সন্তানদের নিয়ে আত্মগোপনে যেতে বলেন। কিন্তু পরে পাক সেনারা তাঁকে দুই সন্তানসহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে বন্দি করে। তাই খালেদা জিয়াকেই প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন তিনি।

বুলু আরও বলেন—শহীদ জিয়াউর রহমান যদি বিএনপি গঠন না করতেন, তাহলে বাংলাদেশ অনেক আগেই সিকিমের মতো একটি অঙ্গরাজ্যে পরিণত হতো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি শুধু বিএনপিই দিতে পারে।

তিনি জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বলেন—৭১-এ তারা পাকিস্তানের পক্ষে ছিল, ইতিহাসের সপক্ষে কখনোই আসেনি। বেহেশতে যাওয়া নিয়ে তাদের বক্তব্য ভ্রান্ত, কারণ এটি নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ। শেষে তিনি যোগ করেন—পরিকল্পিত উন্নয়ন কেবল নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব, আর তারেক রহমানের নেতৃত্বেই দেশের ঋণ শোধ হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top