সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

কক্সবাজারে সাগরে নিখোঁজ মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজার মর্মান্তিক মৃত্যুৃ। রোববার দুপুর আড়াইটার দিকে আহনাফ নামে এক কিশোর লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায়। সঙ্গে থাকা আরও দুজনকে লাইফগার্ড কর্মীরা জীবিত উদ্ধার করলেও আহনাফকে আর পাওয়া যায়নি।

প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকাল সোয়া ৬টার দিকে সমিতিপাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখে খবর দিলে লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।

আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং ক্রিকেটার মুশফিকুর রহিমের সম্পর্কীয় ভাতিজা। কক্সবাজার জেলা প্রশাসন জানায়, সপরিবারে ঘুরতে এসে এ দুর্ঘটনার শিকার হয় আহনাফ।

সমুদ্রসৈকতে গোসলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন ও লাইফগার্ড কর্তৃপক্ষ। কক্সবাজার সৈকতে আবারও প্রাণহানির ঘটনা—সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top