শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

কক্সবাজারে মাদক ও খাদ্যপণ্য পাচারকালে ১০ জন আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪

ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ড ১০ জন পাচারকারীকে আটক করেছে। এসময় বিপুল পরিমাণ খাদ্যপণ্যও জব্দ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে থাকা নিম্নলিখিত সামগ্রী জব্দ করা হয়: ১০ হাজার কেজি ডাল (মূল্য প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা), এক লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২,৫০০ কেজি রসুন, ১,০০০ কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্ক, ২,৫০০ কেজি পেঁয়া, একই সময় ওই বোটে থাকা ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে যাতে দেশের সীমানায় মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধ করা যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top