নারায়ণগঞ্জে দূর্গাপূজায় উৎসবের আমেজ, ২২২টি মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০

নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সূচনা হয়েছে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রতিমা শিল্পীরা নিখুঁত কারুকাজে গড়ে তুলছেন দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ। দেবীর সঙ্গে থাকছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। পাশাপাশি প্রতিমায় ফুটে উঠছে বাঘ ও অসুরের অবয়ব। রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠছে একেকটি প্রতিমা।
পূজারী ও দর্শনার্থীরা জানান, অশুভ শক্তির বিনাশ ও জগতে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় প্রতিবছর তারা দূর্গোৎসব পালন করেন।
উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, “পূজার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।”
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার নারায়ণগঞ্জে মোট ২২২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।