রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের সামনে ৩টি তাজা ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৭:৪১

সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখার প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে ব্যাংকের বাইরে থাকা ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় খুলে দেখা হয়। ব্যাগের মধ্যে লাল রঙের ৩টি ককটেল পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে নিষ্ক্রিয় করেছে।

শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে বোরকা পরা দুই অজ্ঞাত নারী ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিল। ব্যাংকের ভিতরে ব্যস্ততার কারণে বিষয়টি প্রথমে নজরে আসেনি। কিছুক্ষণ পর প্রধান ফটকে ঝুলন্ত ব্যাগটি দেখে সন্দেহ হওয়ায় খোলা হয়। ধারণা করা হচ্ছে, ওই দুই নারী গ্রাহকের ছদ্মবেশে এসে ব্যাগটি রেখে পালিয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে এবং পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি আরও জানান, দুর্বৃত্তদের শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এখনো ব্যাংক থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top