শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ডিএমপি কমিশনার বরাতে রুহুল কবির রিজভীর বক্তব্য ভুয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:১১

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর পরিচয় সম্পর্কিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার কোডে সাংবাদিকদের তিনি বলেন, “আমি শুনেছি, এটি বোগাস কথাবার্তা। ভুয়া, আমি এমন কোনো কথাবার্তা বলিনি। ইতিমধ্যেই একটি রিজয়েন্ডারও দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে, সেটি দেখে রিজভী ডিএমপি কমিশনারের বরাতে ভুয়া তথ্য ছড়িয়েছেন।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে রিজভী বিশেষ অতিথির বক্তব্যে এ ধরনের মন্তব্য করেন। রিজভী বলেন, হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা তদন্তের আগেই বিএনপির নেতার নামে অভিযোগ করেছে। তিনি অভিযোগ করেন, হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল এবং সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছিল।

রিজভী আরও বলেন, “একটি মহল পাঁচ আগস্টের পর মব কালচার তৈরি করেছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। এখন তা প্রকাশ হয়েছে। আমরা অবিলম্বে এ ঘৃণ্য হামলার বিচার চাই।”

পুলিশের পক্ষ থেকে বলেছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি জামায়াত-শিবিরের সঙ্গে সম্পর্কিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top