খুলনায় আদালত ফটকের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

সংগৃহীত

খুলনায় জেলা জজ আদালতের সামনে ভয়াবহ হামলায় দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে আদালত চত্বরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার জামিনে থাকা আসামি ছিলেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম এক আসামির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। অন্যজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আদালতে হাজিরা শেষে দুজন আদালতের ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় চার–পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা প্রতিনিধি

এনএফ৭১/ওতু

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top