শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮

সংগৃহীত

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় ওই এলাকার চান মিয়া বেপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার উমেদপুর ইউনিয়নের একটি ব্যক্তিমালিকানাধীন নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন বিজয় বেপারী। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি দোতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top