চট্টগ্রামে ডিসি হিলের ফটকে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় মামলা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৫১
চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের ফটকের সামনেই গাড়িচাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই ফটক দিয়ে বের হওয়া পিকআপ ভ্যানের চালক এবং দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) প্রাণী অধিকারকর্মী তোফাইল আহ্মদ চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী নাজনীন জেনি জানান, পশু হত্যা মামলায় দণ্ডবিধির ৪২৮ ধারা এবং বাংলাদেশ সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারায় মামলা করা হয়েছে। মামলায় কুকুরটিকে চাপা দেওয়ার অভিযোগে পিকআপ ভ্যানের চালক এবং ডিসি হিলের মূল ফটকের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি। তদন্তে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করবে।
মামলার নথি অনুযায়ী, ৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নগরের নন্দনকানন এলাকায় ডিসি হিলের মূল ফটকের সামনে কুকুরটি বসা ছিল। ফটকের ভিতর থেকে একটি সাদা রঙের পিকআপ ভ্যান বের হওয়ার জন্য নিরাপত্তাকর্মী ফটক খুলে দেন। কিন্তু কুকুরটিকে সরাননি এবং গাড়িচালককেও থামাতে পারেননি। ভ্যান কুকুরটিকে চাপা দিয়ে চলে গেলে নিরাপত্তাকর্মী কোনো পদক্ষেপ নেননি।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আদালত মামলাটি গ্রহণ করে ১৫ দিনের মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।