‘আমি অভিনয়ই পারি না’:সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫

সংগৃহীত

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের রূপালি পর্দায় দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছেন সালমান খান। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক হিসেবে এক সময় তার উপস্থিতিই ছিল বক্স অফিস সাফল্যের অন্যতম চাবিকাঠি। তবে সাম্প্রতিক সময়ে নিজের ব্যক্তিগত জীবন ও অনুভূতি নিয়ে বেশ খোলামেলা হচ্ছেন এই অভিনেতা।

এর আগে সালমান জানিয়েছিলেন, গত প্রায় ২৫ বছরে তিনি ক্রমেই একা হয়ে পড়েছেন এবং অনেক কাছের বন্ধুকে হারিয়েছেন। এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়েই প্রশ্ন তুললেন ‘ভাইজান’।

এক সাক্ষাৎকারে সালমান খান বলেন,

“আমি তো অভিনয়ই করতে পারি না। বাকি সব কিছু করলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি, সেটা আমার যেটা মনে হয় সেটাই।”

এই মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ, প্রেম, বিচ্ছেদ কিংবা আবেগঘন মুহূর্তে সালমানের অভিনয় বছরের পর বছর দর্শকদের আবেগে ভাসিয়েছে। ‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য কিংবা ‘তেরে নাম’ ছবিতে চরিত্রটির অসহায় যন্ত্রণা আজও দর্শকদের চোখে জল এনে দেয়।

তবুও সালমান নিজেকে আবেগ প্রকাশে অক্ষম বলেই মনে করেন। কান্না নিয়ে নিজের উপলব্ধি জানিয়ে তিনি বলেন,

“আমার মনে হয়, আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।”

তবে অভিনেতার এই বক্তব্যের সঙ্গে একমত নন তার অনুরাগী ও চলচ্চিত্র সমালোচকেরা। তাদের মতে, সালমান খানের আবেগঘন দৃশ্যগুলো বহুবার দর্শকদের হৃদয় ছুঁয়েছে এবং পর্দায় তার কান্না বাস্তব বলেই মনে হয়েছে। অনেকেই মনে করছেন, নিজেকে ছোট করে দেখার মধ্যেই হয়তো লুকিয়ে আছে তার সরলতা।

সব মিলিয়ে, বলিউডের এই সুপারস্টারের এমন আত্মসমালোচনামূলক মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে তার অভিনয়, অনুভূতি ও ব্যক্তিগত সংগ্রামের দিকগুলো।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top