রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৫২

সংগৃহীত

নীলফামারিতে ২৫ একর জমির উপর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এখানে ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নীলফামারীর গণপূর্ত বিভাগে পৌঁছেছে স্বাস্থ্য বিভাগের চিঠি, যেখানে হাসপাতালের নির্মাণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা উল্লেখ করা হয়েছে। ডিজিটাল সার্ভে এবং গণপূর্ত কর্মকর্তাদের পরিদর্শন সম্পন্ন হয়েছে। এখন মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে।

জেলা প্রশাসক জানান, হাসপাতাল নির্মাণের জন্য স্থানীয় এবং পররাষ্ট্র পর্যায়ে একটি শক্তিশালী দল গঠন করা হবে। পাশাপাশি চলতি মাসেই ডিপিপি (প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা) জমা দেওয়া হবে। চীনা ঠিকাদাররা হাসপাতালের স্থল পরিদর্শন করবেন এবং তারা জানিয়েছেন, হাসপাতালটি নির্মাণে আনুমানিক তিন বছর সময় লাগবে।

নীলফামারীর সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “উত্তরাঞ্চলে ভালো মানের স্বাস্থ্যসেবা খুবই কম। হাসপাতালটি চালু হলে আমরা উন্নত মানের চিকিৎসা সুবিধা পেতে পারব।”

 

নাহার

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top