বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি, অল্পের জন্য প্রাণরক্ষা

নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ‘বোগদাদীয়া-১৩’ নামের যাত্রীবাহী লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির ওপর উঠে যায়। এতে মুহূর্তের মধ্যেই বাল্কহেডটি ডুবে যেতে শুরু করে। বাল্কহেড ডুবতে দেখে শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদীয়া-১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী ‘জান্নাতি’ নামের বাল্কহেডের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাল্কহেডটি দ্রুত ডুবে যায়।

ডুবে যাওয়া জান্নাতি বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, চাঁদপুরের দশআনি এলাকা থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসার পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদীয়া-১৩ লঞ্চটি বাল্কহেডের দিকে চলে আসে। গতি পরিবর্তনের চেষ্টা করেও তারা ব্যর্থ হন, ফলে দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই বাল্কহেডের পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top