উচ্চ আদালত ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ স্থগিত করেছেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করার রুল জারি করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে আদালত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও সংশ্লিষ্ট প্রশাসনকে ৩০ দিনের মধ্যে আইন অনুসারে আবেদনকারীর আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি ফজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক ঐক্য পরিষদ মেয়রের কাছে প্রায় ২৫ হাজার মালিকের জন্য লাইসেন্স প্রদানের অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে মেয়রের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম সরকার উচ্চ আদালতে রিট করেন।
চট্টগ্রাম মহানগর ইজি বাইক ও ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সানাউল্যাহ চৌধুরী বলেন, “আমরা চাই ধীরগতির এই বাহনগুলো জনস্বার্থে সড়কে বৈধভাবে চলতে পারুক। আমাদের পক্ষ থেকে ২৫ হাজার ইজিবাইক লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। চসিক কতটি মঞ্জুর করবেন তা তাদের সিদ্ধান্ত, তবে আমরা আদালতের নির্দেশনা মেনে চলব।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।