চট্টগ্রামে সাড়ে ৪ কোটি টাকার দেড় লাখ ইয়াবা জব্দ, মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৭
চট্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় মো. নাসির নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার পূর্ব কাঠগর ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. নাসিরের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।