খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪০

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আশাবাদী হয়ে বলেছেন তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই অপরিবর্তিত। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি চিকিৎসা গ্রহণ করছেন। তিনি আরও জানান, তার বয়স এবং অতীতের চিকিৎসা ঘাটতির কারণে শারীরিক অবস্থা জটিল, তাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা প্রয়োজন।

ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিনিয়ত খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছেন।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসার তদারকি করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top