যমুনা নদীতে ঘন কুয়াশায় আটকা পড়া ৪৭ জন বরযাত্রী নিরাপদে উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪০

সংগৃহীত

ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে যমুনা নদীর মাঝখানে আটকা পড়া ৪৭ জন বরযাত্রীসহ নারী ও শিশুদের অবশেষে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় পৌঁছান।

জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার সারিয়াকান্দী থেকে মাদারগঞ্জগামী বরযাত্রীবাহী নৌকাটি নদীর মাঝখানে আটকে পড়ে। ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি দিকনির্দেশনা হারান এবং রাতভর যাত্রীরা নদীতে অবস্থান করতে বাধ্য হন। নৌকাটিতে ১৭ জন নারী, ৯ জন শিশু ও মোট ৪৭ জন যাত্রী ছিলেন।

নৌকায় থাকা রফিকুল ইসলাম জানান, “পথ হারিয়ে যাওয়ায় নিরাপত্তার জন্য নৌকাটি নদীতে নোঙর করা হয়। সারারাত সেখানে অবস্থান করার পর সকালে বিকল্প নৌকায় করে সবাই নিরাপদে জামথল ঘাটে পৌঁছাই।”

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “ঘন কুয়াশার কারণে পথ হারানো যাত্রীরা সুস্থ অবস্থায় নিরাপদে ফিরেছেন। সকলকে তীব্র শীত ও কুয়াশার মধ্যে রাতের বেলায় নৌপথে চলাচল না করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top