শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়্যারিয়র্সকে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে। রাজশাহী ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের সংগ্রহে থামে, যেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন।

ঢাকার পক্ষে ইমাদ ওয়াসিম ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা নিয়মিত উইকেট হারালেও আবদুল্লাহ আল মামুন ৩৯ বলে ৪৫ রান করে ম্যাচের ভিত্তি গড়েন। শেষ দিকে সাব্বির রহমান ও শামিম হোসেন দ্রুত রান তুলে জয় নিশ্চিত করেন।

এই জয়টি ঢাকা দলের জন্য আবেগঘন ছিল, কারণ ম্যাচের আগে সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খেলোয়াড়রা এই জয়ের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top