বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৫:২৪

সংগৃহীত

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, এতে চার পুলিশ আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নেয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে।

ঘটনা বুধবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক অরুপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক মাসুদ রানা, কনস্টেবল আজিজুল ইসলাম ও কনস্টেবল মোশাররফ হোসেন। তাদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, পুলিশ জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ সময় তার সহযোগীরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ্ (২৬), আশিক (২৪), শিল্পী (৩০) ও লাকী আক্তার (২৮)।

পুলিশ কনস্টেবল মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। অভিযানের সময় হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ফেলে যায়, যা জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা এবং মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top