মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ইতিবাচকভাবে দেখছে র‌্যাব

আলোর পথে ফিরতে চায় ‘দুলাভাই বাহিনী’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৪:২৯

ছবি: সংগৃহীত

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে আবার আতঙ্কের ছায়া নেমেছে। ২০১৮ সালের নভেম্বর মাসে আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করা হলেও সাত বছর পর ১৪ থেকে ১৫ জনের জলদস্যু বাহিনী পুনরায় সক্রিয় হয়েছে। জেলে, বাওয়ালি ও মৌয়ালিসহ বনজীবীদের জিম্মি করে তারা মুক্তিপণ আদায় করছে। মুক্তিপণ না দেওয়া হলে জেলেদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন।

জলদস্যু দুলা ভাই বাহিনীর সদস্য আক্কাস আলী (ছদ্মনাম) জানান, “এই জীবন যে কত কষ্টের, তা শুধু দস্যুরা জানে। ২০১৮ সালে আত্মসমর্পণ করার পরও আমাকে হত্যা মামলায় ফাঁসানো হয়। মামলার বিচার ও হয়রানির কারণে আবারও দস্যু পেশায় ফিরে আসতে বাধ্য হয়েছি। আমি চাই মিথ্যা মামলা থেকে মুক্তি পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”

নতুন সদস্য রহিম উদ্দিন (ছদ্মনাম) বলেন, “২০০৯ সালে একটি হত্যা মামলায় ফাঁসানো হয়। দেশে ফেরার পর দুলা ভাই বাহিনীর সঙ্গে পরিচয় হয়। হয়রানিমূলক মিথ্যা মামলার ক্ষোভে আমি এই পেশা বেছে নিয়েছি।”

দুলা ভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম ছিলেন বনজীবী। কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের এই নেতা জানিয়েছেন, “আমাদের দল অন্য ডাকাত দলের মতো বনজীবীদের নির্যাতন করে না। আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলে স্বাভাবিক জীবনে ফিরব।”

র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ বলেন, “জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ ইতিবাচক বিষয়। আমরা চাই না কেউ জলদস্যু হোক। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমরা কথা বলবো। আইনগত বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top