সেন্টমার্টিনে নিয়ন্ত্রিত পর্যটক, প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনের সীমা প্রস্তাব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৯:৩৬
অতিরিক্ত পর্যটকের চাপে মারাত্মক হুমকির মুখে পড়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য। এ পরিস্থিতিতে সরকার পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দ্বীপটিতে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা চালুর প্রস্তাব করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রণীত খসড়া মহাপরিকল্পনায় সেন্টমার্টিনের আট বর্গকিলোমিটার এলাকায় পর্যটন কার্যক্রম চার কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন পর্যটক প্রবেশের সীমা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী দ্বীপটি চারটি জোনে ভাগ করা হবে। জোন-১ বা সাধারণ ব্যবহার এলাকায় সীমিত পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং সকল হোটেল-রিসোর্ট এই জোনে স্থানান্তরিত হবে। জোন-২-এ দিনে পর্যটক প্রবেশ অনুমোদিত থাকবে, কিন্তু রাতযাপন নিষিদ্ধ। জোন-৩ বা টেকসই ব্যবস্থাপনা এলাকায় বসতি ও অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ থাকবে, এবং জোন-৪ বা সংরক্ষিত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সেন্টমার্টিন ও পর্যটন কখনোই সমার্থক হতে পারে না। এই দ্বীপের প্রথম অগ্রাধিকার হতে হবে সংরক্ষণ।”
বিশেষজ্ঞরা মনে করেন, পরিকল্পনাটি বাস্তবায়নে কঠোরতা না আনলে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভবিষ্যতে কেবল স্মৃতিতেই টিকে থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।