মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

লালমনিরহাট থেকে কুড়িগ্রাম

ট্রেন নিয়ে ঢাকা গেলেন তরুণ পরিচালক ফিরোজ হোসেনের নিথর দেহ

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাট থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকা গেলেন তরুণ পরিচালক ফিরোজ হোসেন সবুজ। ফেরার কথা লালমনিরহাট কিংবা বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেন নিয়ে। কিন্তু ট্রেন নিয়ে ফেরা হলো না ফিরোজ হোসেনের। নিজগ্রামে ফিরলেন নিথর দেহে।


ফিরোজের বাড়ি নওগাঁ জেলার রাণীনগরের দাউদপুর গ্রামে। তরুণ ট্রেন পরিচালক ফিরোজ হোসেন ট্রেন নিয়ে গতকালই ঢাকায় এসেছেন। ঢাকার কমলাপুর গার্ড রানিং রুমে হৃদরোগের আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মাত্র ৩৫ বছর বয়সে ফিরোজের এই চলে যাওয়া মানতে পারছেন না তার সহকর্মীরা।

ফিরোজ হোসেনের ঘনিষ্ঠ সহকারী লোকোমাস্টার সবুজ সোমবার দুপুরে কালের কণ্ঠকে বললেন, ফিরোজ কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে ঢাকায় গিয়েছিলেন গতকাল। রাতে কমলাপুরের গার্ড রানিং রুমে অবস্থানকালীন হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীরা রেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

লোকোমাস্টার সবুজ আরো বলেন, ফিরোজের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখন জানাজার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ রেলওয়েতে ২০১৭ সালে গার্ড গ্রেড-২ পদে নিয়োগ প্রাপ্ত ফিরোজ হোসেন সবুজ। লালমনিরহাট ডিভিশনে তিনি কর্মরত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top