লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান-ইউএনও সংঘাত, সাইদুর ভূঁইয়া বরখাস্ত, ইউএনও বদলি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:২০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয় ভ্রাম্যমাণ আদালত চলাকালে তার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকেও অন্যত্র বদলি করা হয়েছে।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও মাসুদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পদায়ন করা হয়েছে। তাকে বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বদলির আদেশে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়। অভিযানে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার ছোট ভাই পারভেজ ভূঁইয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আদালতের কার্যক্রম চলাকালে সাইদুর ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় স্থানীয় সরকার বিভাগ সাইদুর ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওর বদলিকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন মন্তব্য করেন, ন্যায় কাজ করতে গিয়ে যদি শাস্তির সম্মুখীন হতে হয়, তাহলে ন্যায়বিচার কিভাবে কার্যকর হবে।
প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা না থাকায় এ ধরনের সংঘাতের সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, প্রশাসনিক ব্যবস্থার ব্যাখ্যা প্রকাশ না হলে জনমনে প্রশ্ন জন্মানো স্বাভাবিক।
সাইদুর ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা পরিকল্পিত। তিনি দাবি করেন, ভ্রাম্যমাণ আদালত চলাকালে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে ঘটনাটি জানতে চেয়েছিলেন। প্রশাসন তার অধিকার উপেক্ষা করেছে। তিনি এই বিষয়ে আদালতের আশ্রয় নেবেন।
এদিকে বদলি হওয়া ইউএনও মাসুদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কলমাকান্দাবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “জনস্বার্থে পিরোজপুর জেলায় আমার পরবর্তী পদায়ন হয়েছে। ন্যায়ের পথে, ন্যায়ের সাথে সারাজীবন ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।” তিনি বদলি প্রসঙ্গে বলেন, এটি একটি স্বাভাবিক সরকারি প্রক্রিয়া এবং কর্তৃপক্ষ যা ভালো মনে করেছেন তাই করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।