গাইবান্ধায় নদী থেকে মানুষের কঙ্কাল উদ্ধার!

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ০৬:৪৪

গাইবান্ধায় নদী থেকে মানুষের কঙ্কাল উদ্ধার!

সদর উপজেলায় শার্ট দিয়ে মোড়ানো একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঘাঘট লেক নামক স্থান থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরা ঘাঘট নদীর তলায় হঠাৎ করে শার্টে মোড়ানো একটি বস্তু দেখা যায়। এ নিয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করলে দেখা যায় এটি মানুষের কঙ্কাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক বছর আগের মৃতদেহ এটি।

গাইবান্ধার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে এটি নারী না পুরুষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top