নতুন লুকে কোয়েল মল্লিক

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০৫:৩২

নতুন লুকে কোয়েল মল্লিক

ভারতীয় বাংলা সিনেমার অন্যতম নায়িকা কোয়েল মল্লিক। অভিনয় আর সৌন্দর্যে এতোদিন ধরে মুগ্ধ করেছেন দর্শকদের। এবার বোল্ড লুকে হাজির হয়ে চমকে দিলেন নেটিজেনদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন কোয়েল। তাতে দেখা যায়, কোয়েলের পরনে সিলভার রঙের কাঁধ খোলা পোশাক। ঢেউ খেলানো খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে টানা আই লাইনার এবং গাঢ় কাজল। ঝলমলে ওয়ান পিসে নেটমাধ্যমে দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা। তার আবেদনময়ী লুক নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। প্রশংসা বাক্যে ভরে আছে কমেন্ট বক্স।

ব্যক্তিগত জীবনে নিসপাল সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছেন কোয়েল মল্লিক। ২০২০ সালের মে মাসে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক পুত্রসন্তান। এটি নিসপাল-কোয়েলের প্রথম সন্তান। ছেলে কবীরের বয়স প্রায় দেড় বছর। এরমধ্যে কাজেও ফিরেছেন কোয়েল। একই সঙ্গে দুটো দায়িত্ব সমানতালে পালন করছেন কোয়েল।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top