রেড সি চলচ্চিত্র উৎসবে এক নজরে বিজয়ীদের তালিকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মধ্যপ্রাচ্যসহ বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণাঢ্য মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও জীবনবোধের গল্প তুলে ধরা চলচ্চিত্রগুলো এবারের আসরে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে। উৎসবের সমাপনী দিনে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ীদের তালিকা—
সেরা চলচ্চিত্র (গোল্ডেন ইউসর): লস্ট ল্যান্ড — আকিও ফুজিমোতো
সিলভার ইউসর (ফিচার ফিল্ম): অল দ্যাটস লেফট অফ ইউ — চেরিন ডাবিস
জুরি প্রাইজ: হিজরা — শাহাদ আমিন
সেরা পরিচালক: আমির ফাখের এলদিন — ইউনান
সেরা চিত্রনাট্য: সিরিল আরিস ও বানে ফকিহ — এ স্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড
সেরা অভিনেতা: জর্জ খাব্বাজ — ইউনান
সেরা অভিনেত্রী: সেও সু-বিন — দ্য ওয়ার্ল্ড অফ লাভ
সেরা প্রামাণ্যচিত্র: ইন-আই ইন মোশন — জুলিয়েট বিনোশ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কোয়োটস — সাঈদ জাঘা
দর্শক পছন্দ পুরস্কার (অ-সৌদি চলচ্চিত্র): মাই ফাদার্স সেন্ট — মোহামেদ সিয়াম
আয়োজকদের মতে, এবারের উৎসবটি মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। বৈচিত্র্যময় ভাষা, সংস্কৃতি ও মানবিক গল্পের মাধ্যমে রেড সি চলচ্চিত্র উৎসব বিশ্ব সিনেমার মানচিত্রে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।