আবারও একসঙ্গে ডি ক্যাপ্রিও-জেনিফার লরেন্স
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

আবারও বড় পর্দায় একসঙ্গে আসছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও আর জেনিফার লরেন্স! হলিউডের অস্কারজয়ী এই দুই তারকাকে দেখা যাবে মার্টিন স্কোরসেসের নতুন ছবিতে। এর আগে ২০২১ সালে ‘ডোন’: লুক আপ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা, যা মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে এবার তাদের দেখা যাবে সরাসরি বড় পর্দায়।
নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে বিখ্যাত ভূতের গল্পভিত্তিক উপন্যাস ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’ থেকে। শুটিং শুরু হবে আগামী জানুয়ারি থেকে। চিত্রনাট্য লিখেছে স্টুডিওক্যানাল এবং প্রযোজনা করছে অ্যাপল অরিজিনাল ফিল্মস।
এর আগে ডিক্যাপ্রিও ও স্কোরসেস একসঙ্গে ‘শাটার আইল্যান্ড’-এর মতো বিখ্যাত সাইকোলজিকাল থ্রিলার উপহার দিয়েছিলেন। ডি ক্যাপ্রিও ও জেনিফার লরেন্স ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর— আবারও জুটি বাঁধছেন এই দুই তারকা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।