বাদ পড়লেন শিমুল? কী বলছেন নির্মাতা-অভিনেতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল—‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে আর থাকছেন না অভিনেতা শিমুল শর্মা। পোস্টার কিংবা সংবাদ সম্মেলনে তাকে না দেখে গুঞ্জন আরও বেড়ে যায়। শিমুল অভিনয় করেছেন নোয়াখালীর কাবিলার ছোট ভাইয়ের চরিত্রে। শুরুতে পরিচালক কাজল আরেফিন অমির সহকারী ছিলেন তিনি। পরে অভিনয়ে এসে দর্শকের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়।

নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন—‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাউকে জোর করে যোগ বা বাদ দেওয়ার সুযোগ নেই। গল্পের প্রয়োজনে চরিত্র আসবে, আবার দূরে সরে যাবে—এটাই স্বাভাবিক।

শিমুল শর্মা নিজেও বলছেন—গল্পের প্রয়োজনে রাখা হয়েছিল তাকে। কাহিনীতে কাবিলার মা অসুস্থ হওয়ায় চরিত্রটি আপাতত নোয়াখালীতে চলে যাচ্ছে। তবে আবারও প্রয়োজন হলে ফিরবেন তিনি। তার কোনো অভিমান নেই।

২০১৮ সালে শুরু হওয়া এই ধারাবাহিক এখন পঞ্চম সিজনে। এর আগে গল্পের কারণে বাদ গিয়েছিলেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। পরে আবার ফিরেছেনও। ফলে শিমুলের অনুপস্থিতি হয়তো সাময়িকই। তরুণদের জনপ্রিয় এই সিরিজের প্রতিটি সিজনই আলোচনায় থেকেছে। এবার প্রশ্ন—‘নোয়াখালীর শিমুল’ আবার কবে ফিরবেন ব্যাচেলর পয়েন্টে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top