বলিউড পেরিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:০৫
অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার বলিউডের বাইরে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। তার প্রথম তেলুগু ছবি ‘জাটধারা’-এর শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ছবিতে সোনাক্ষীকে দেখা যাবে ‘ধনপিশাচিনী’ নামে এক ব্যতিক্রমী চরিত্রে।
ছবিটির ট্রেলার লঞ্চে সোনাক্ষী বলেন, “এই চরিত্র আমার আগের সব অভিজ্ঞতার থেকে সম্পূর্ণ আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে আমি ভীষণ কৃতজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “দর্শক আমাকে এই চরিত্রে কেমন প্রতিক্রিয়া দেন, তা দেখার জন্য অপেক্ষা করছি। এটি আমার অভিনয় জীবনের নতুন দিক উদঘাটনের সুযোগ।”
সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও স্ত্রীর এই নতুন বাঁককে সমর্থন জানিয়ে বলেন, “সোনাক্ষীর অভিনয়ে কোনো তুলনা নেই। এই ছবিতেও সে তার সেরাটা দিয়েছে বলে আশা করি।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।