রেকর্ড ভাঙা 'থামা'! ৭ দিনে বিশ্বজুড়ে কালেকশন ১৪০ কোটি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:১৭
থামার নাম 'থামা' হলেও, বক্স অফিসে এটি কিন্তু থামেনি! মুক্তির এক সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে।এক সপ্তাহে ভারতীয় বক্স অফিসে এই ছবি আয় করেছে ৯৫ দশমিক ৫৫ কোটি টাকা। আর বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে এটি ইতোমধ্যে ১৪০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে!
মঙ্গলবার মুক্তির প্রথম দিনেই 'থামা' আয় করেছিল ২৪ কোটি, যা ছবিটির সর্বোচ্চ একদিনের আয়।যদিও প্রথম দিনের পর আয়ে কিছুটা ছন্দপতন দেখা যায়—দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি এবং তৃতীয় দিনে ১৩ কোটি—তবুও সামগ্রিকভাবে ছবিটি দুর্দান্ত পারফর্ম করেছে।
এই সাফল্যের মাধ্যমে 'থামা' কেবল নিজেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স-এর মোট আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতেও সাহায্য করেছে।এটি আয়ুষ্মান খুরানার কেরিয়ারের ১২তম ১০০ কোটি আয়ের ছবিতে পরিণত হয়েছে! এটি এখন ইউনিভার্সের 'মুঞ্জিয়া'র কালেকশনকে ছাড়িয়ে গেলেও, ব্লকবাস্টার 'স্ত্রী'-কে অতিক্রম করার পথে।
বিষয়: থামা

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।