নুসরাত ফারিয়া নতুন গানের ভিডিও আসছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:২৯
বিনোদন অঙ্গনের আলোচিত তারকা নুসরাত ফারিয়া নতুন কয়েকটি গান নিয়ে সংগীতজগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারিয়া পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিজের প্রতিভা দেখিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় সবার নজরে আসেন।
সংগীতেও নিজের উপস্থিতি জানান দিতে প্রথম গায়িকা হিসেবে ২০১৮ সালে ‘পটাকা’ গান প্রকাশ করেন নুসরাত। এরপর আরও চারটি গান প্রকাশিত হয়েছে। এবার তিনি ভিন্নধর্মী ও উন্নতমানের মিউজিক ভিডিও উপহার দিতে পরিকল্পনা করছেন।
ফারিয়া বলেন, “একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে।” তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন।
অভিনয়েও সক্রিয় থাকা নুসরাত ফারিয়া শিগগিরই বড় পর্দায় ফিরবেন। তিনি জানান, “এই মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।” তবে তিনি সম্প্রতি ভারতের বাংলা চলচ্চিত্রে কাজ করেননি। ফারিয়া বলেন, ভিসা ও যাতায়াত সংক্রান্ত জটিলতার কারণে কলকাতায় কাজ করা কঠিন হয়ে পড়েছিল।
আন্তর্জাতিক মঞ্চেও তিনি সক্রিয়। গত মাসে কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন এবং আগামী নভেম্বরে আরও একটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন।
নুসরাত ফারিয়ার এই নতুন সংগীত ও চলচ্চিত্র প্রজেক্টগুলি তার ভক্তদের জন্য নতুন রঙ ও আলোচনার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।