‘দম’-এর মহরতে তারকাদের আড্ডায় জমজমাট আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৬

সংগৃহীত

গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘দম’-এর জমকালো মহরত। এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চলচ্চিত্র তারকা পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রেদওয়ান রনি।

চমক হিসেবে আরও আছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। মহরতে আফরান নিশো ও পূজা চেরির নাম ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

তবে সিনেমার ঘোষণার চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মহরতের প্রাণবন্ত আড্ডা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে চঞ্চল চৌধুরী, রাফিয়াত রশিদ মিথিলা ও পারশা মাহজাবীন গান গেয়ে অতিথিদের মাতিয়ে তোলেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

জানা গেছে, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ‘দম’। এটি একটি সারভাইভাল থ্রিলার, যেখানে প্রবাসজীবনের সংগ্রাম ও মানবিক টানাপোড়েন ফুটে উঠবে। নির্মাতারা শুটিংয়ের জন্য কাজাখস্তানকে চূড়ান্ত করেছেন।

আগামী বছর ঈদে মুক্তি পেতে যাওয়া ‘দম’ এখন থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top