মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘বাইকারগার্ল’

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ (২৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ২৬ নভেম্বর কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। অনলাইনে ‘বাইকারগার্ল’ নামে পরিচিত সোফিয়া মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রাজিলিয়ান দৈনিক ডেইলি মেইল জানায়, মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে তিনি দুইটি ট্রাকের মাঝখানে পড়ে যান। প্রথমে রাস্তার একপাশে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলম্বিয়ার পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস বলেন, “দুটি গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন।” ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই সোফিয়া নিজের মৃত্যু নিয়ে এক অদ্ভুত ভবিষ্যদ্বাণীমূলক পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন “আশা করছি ক্র্যাশ করব না, কারণ আজ আমি চশমা ছাড়া মোটরসাইকেল চালাচ্ছি।”
স্থানীয় প্রতিবেদনে বলা হয়, বাইক চালানোর সময় ব্যবহৃত তার চশমাটি হারিয়ে গিয়েছিল।

তার হঠাৎ মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় হাজারো অনুসারী তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top