অর্জুন রামপাল উন্মুক্ত করলেন বাগদান ও প্রেমের গল্প
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫
বলিউড অভিনেতা অর্জুন রামপাল সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় শক্তিশালী অভিনয় প্রদর্শনের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। তবে এবার খবরের শিরোনাম তার ব্যক্তিগত জীবন ঘিরে। দীর্ঘদিন আড়ালে রাখা প্রেম ও বাগদানের বিষয়টি এবার নিজেই সকলের সামনে তুলে ধরলেন অর্জুন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে অর্জুন রামপাল তার দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্ক এবং প্রেমের গল্প জানান। একই সঙ্গে মুখ খুলেছেন গ্যাব্রিয়েলাও।
পডকাস্টে বাগদানের প্রসঙ্গে গ্যাব্রিয়েলা বলেন,
“আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই বিষয়ে আমরা কথা বলছি। তবে আমরা বিবাহিত নই। ভবিষ্যতে কী হবে তা বলা যায় না।”
এ সময় অর্জুন বললেন,
“তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।”
যা শুনে পডকাস্টের সঞ্চালিকা রিয়া চক্রবর্তী অবাক হয়ে যান।
উল্লেখ্য, অর্জুনের গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক প্রায় ছয় বছর ধরে চলেছে। এই সম্পর্কের আগে অর্জুন ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে থেকে তিনি দুই সন্তান—মাহিকা রাম্পাল ও মাইরা রামপাল—এর জনক। তবে ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়। একই বছর থেকে অর্জুনের সম্পর্ক শুরু হয় গ্যাব্রিয়েলার সঙ্গে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।