বাঁধন ৬ মাসে ১৮ কেজি কমিয়ে তাক লাগালেন অনুরাগীদের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭

সংগৃহীত

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে যাত্রা শুরু করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন দীর্ঘ সময় ধরে অভিনয়ের জগতে নিজের স্বাক্ষর রেখেছেন। অসংখ্য নাটক, ওয়েব ফিল্ম ও বড় পর্দার কাজের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তিনি প্রমাণ করেছেন প্রতিভার গুরুত্ব। তবে অভিনয় ছাড়াও রূপের ক্ষেত্রে তিনি ভক্তদের চোখে আলাদা করে মুগ্ধতা ছড়ান।

৪০ বছর পেরিয়েও বাঁধনের সৌন্দর্য ও ফিটনেস নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল ও প্রশংসা কমেনি। সম্প্রতি তিনি নিজের ফিটনেস যাত্রা শেয়ার করেছেন, যেখানে জানালেন কিভাবে ৭৮ কেজি থেকে মাত্র ৬ মাসে ৬০ কেজিতে এসেছে। তিনি লিখেছেন, “মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস এবং বংশগত কারণে ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের পরামর্শ, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের সাহায্যে আমি ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।”

বাঁধন জানিয়েছেন, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মেয়ে, যিনি তাকে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনধারার দিকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, “এটি শুধু ওজন কমানো নয়, এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানের প্রতীক।”

অনুরাগীরা বাঁধনের এই রূপান্তর দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, একজন লিখেছেন, “ওয়াও! এটি অনুপ্রেরণামূলক,” আরেকজন লিখেছেন, “সত্যিই চমৎকার!”

এদিকে বাঁধন বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তিনি বলেন, “আমার মেয়ে আমাকে এই সিনেমায় কাজ করার জন্য উৎসাহ দিয়েছে। দীর্ঘদিন পর হুমায়ূন আহমেদের গল্পে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top