সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

কোটিপতি অক্ষয় কুমার সুখ খুঁজছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০১

সংগৃহীত

বলিউডে কোটি টাকার সম্পদ, সুপারহিট ছবির ধারা—সবকিছু থাকা সত্ত্বেও অক্ষয় কুমারের জীবনে লুকিয়ে আছে একরাশ অতৃপ্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোটিপতি সুপারস্টার অকপটে জানালেন, তারকাখ্যাতির ভারে এমন এক সাধারণ অভ্যাস থেকে আজ তিনি বঞ্চিত, যা একসময় ছিল তার দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ।

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। বর্তমানে তিনি শতকোটি রুপির মালিক এবং বিলাসবহুল জীবনযাপন করছেন। তবু অভিনেতা জানিয়েছেন, সমুদ্রে সময় কাটানো—সৈকতে গিয়ে শরীরচর্চা করা—এখনও তিনি সবচেয়ে মিস করেন।

অক্ষয় কুমার বলেন, “আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।”

অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জলি এলএলবি থ্রি’, যা প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছিল এবং বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি রুপি আয় করে। বর্তমানে তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’ সহ একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top