সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

নবজাতক অসুস্থ হলে বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

সংগৃহীত

জন্মের পরের প্রথম কয়েক সপ্তাহ প্রতিটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা তখনও বিকশিত হয়নি, তাই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সেপসিস এবং নিউমোনিয়ার মতো গুরুতর অসুস্থতা নবজাতকের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হতে পারে। তবে বাবা-মায়েরা যদি প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো আগে বুঝে ফেলেন, দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

নবজাতকের সংক্রমণ প্রায়শই বড় শিশুদের সংক্রমণের থেকে ভিন্নভাবে প্রকাশ পায়। জীবনের প্রথম ২৮ দিনে শিশুদের মধ্যে উচ্চ জ্বর বা তীব্র কাশির মতো সাধারণ লক্ষণ দেখা নাও দিতে পারে। এর পরিবর্তে খাবার খাওয়া, শ্বাস-প্রশ্বাস, আচরণ ও শরীরের তাপমাত্রায় সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো হলো:

খাবার খাওয়ার পরিবর্তন: শিশু কম খায়, দুধ খাওয়ার পর ক্লান্ত হয়ে পড়ে বা ঘুম বেশি হয়।

আচরণ পরিবর্তন: হঠাৎ অস্বাভাবিকভাবে শান্ত, অস্থির বা কম প্রতিক্রিয়াশীল হওয়া।

কান্নার ধরন: ক্রমাগত উচ্চ শব্দে কান্না যা শান্ত করা যায় না।

শরীরের তাপমাত্রা: 38°C (100.4°F) বা তার বেশি জ্বর বা 36°C (96.8°F) এর নিচে কম তাপমাত্রা। কম তাপমাত্রায় শিশু স্পর্শে ঠান্ডা মনে হতে পারে, বিশেষ করে হাত ও পায়ে।

নবজাতকের উচ্চ বা নিম্ন উভয় তাপমাত্রার ক্ষেত্রে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি অন্য কোনো লক্ষণ না থাকলেও। বিশেষজ্ঞরা বাবা-মায়েদের সতর্ক করে বলেন, এই সূক্ষ্ম পরিবর্তনগুলোকে অবহেলা করা যাবে না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top