সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

জোহরান মামদানির সামনে গিটার বাজিয়ে পারফর্ম করছেন জন কবির

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী জন কবির। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জন কবির গিটার বাজিয়ে পারফর্ম করছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সামনে, সঙ্গে গানটি গাচ্ছিলেন রুহিন হোসেন।

জানা গেছে, কুইন্সে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ঠিকানা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে প্যানিক অ্যাট দ্য ডিসকো ব্যান্ডের ‘হাই হোপস’ গান পরিবেশন করেন জন কবির ও রুহিন।

ভিডিওতে দেখা যায়, মেয়র জোহরান মামদানিও আনন্দের সঙ্গে পারফরম্যান্সটি উপভোগ করেন। এ প্রসঙ্গে জন কবির সংবাদমাধ্যমকে বলেন, “মেয়র মামদানি খুবই অসাধারণ একজন মানুষ; মনে হচ্ছিল, ভাই–ব্রাদারের সামনে বাজাচ্ছি।”

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা মেয়রের সাংস্কৃতিকমনা ব্যক্তিত্বের প্রশংসা করেন। গত শনিবার আয়োজিত ৪০ মিনিটের অনুষ্ঠানে যদিও জন কবির আলাদাভাবে মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ পাননি, তবে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মামদানির সঙ্গে কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top