রণবীর সিংয়ের ঘুরে দাঁড়ানোর গল্প, ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩
একসময় বক্স অফিসে একের পর এক ব্যর্থতায় জর্জরিত ছিলেন রণবীর সিং। তারকাখচিত অভিনয়শিল্পী ও শক্ত গল্প থাকা সত্ত্বেও সাফল্য ধরা দিচ্ছিল না। সমালোচকদের কটাক্ষ ও দর্শকের প্রশ্নে চাপের মুখে পড়েছিলেন বলিউডের এই অভিনেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাজিমাত করল তার নতুন ছবি ‘ধুরন্ধর’।
মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে সিনেমাটি। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করে ছবিটি জায়গা করে নিয়েছে ব্লকবাস্টার তালিকায়। ফলে হতাশার অধ্যায় পেরিয়ে এখন সাফল্যের উল্লাসে ভাসছেন রণবীর সিং।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুক্তির প্রথম দিনেই ‘ধুরন্ধর’ আয় করে ২৪ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিনে ৩০ কোটি, তৃতীয় দিনে ৩৭ কোটি, চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ২৫.৫ কোটি, ষষ্ঠ ও সপ্তম দিনে ২৫ কোটি করে, অষ্টম দিনে ৩১ কোটি, নবম দিনে ৫০ কোটি, দশম দিনে ৫৭ কোটি এবং একাদশ দিনে ২৮ কোটি রুপি আয় করে সিনেমাটি। এতে ১১ দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৫৩২.৮১ কোটি রুপি।
তবে স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটির আয় আরও বেশি। তাদের হিসাব মতে, মুক্তির ১১ দিনে শুধু ভারতেই ‘ধুরন্ধর’ আয় করেছে ৪৫৭.৫ কোটি রুপি (গ্রস)। আর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৫৮৮ কোটি রুপি।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর সিং লেখেন,
“ভাগ্যের খুব সুন্দর একটা নিয়ম রয়েছে—সময়মতো সব বদলে যায়। তবে এখন শুধু ধৈর্য আর অপেক্ষাই সঙ্গী।”
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও সারা অর্জুনসহ আরও অনেক তারকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।