বলিউডে আরিফিন শুভ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮

সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র লিড রোলে তাকে দেখা যাবে। আজ মঙ্গলবার সনি লিভ সিরিজটির টিজার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সিরিজের ঘোষণা দিয়েছে।

টিজারে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে। বিভিন্ন দৃশ্যে তাকে ধূসর স্যুট থেকে সাদা ঝকঝকে স্যুটে বিভিন্ন লুকে দেখা গেছে। প্রতিটি লুকেই ১৯৭০-এর দশকের রেট্রো ধাঁচ ফুটে উঠেছে।

আরিফিন শুভ বলেছেন, “জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ ও নীরবতার সমন্বয়ে দর্শক পুরো আবহ অনুভব করতে পারবে।”

জানা গেছে, সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৭০-এর দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র, এছাড়া আরও কিছু পরিচিত বলিউড ও টলিউড তারকা সিরিজটিতে উপস্থিত রয়েছেন।

সনি লিভ জানিয়েছে, ‘জ্যাজ সিটি’ ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top