ভারতী সিংয়ের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫

সংগৃহীত

দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। বর্তমানে তার সঞ্চালনায় ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে টেলিভিশন শো ‘লাফটার শেফস’ (সিজন ৩)। তবে হাসির এই মঞ্চেই এবার সৃষ্টি হলো বিতর্ক। অভিনেত্রী আয়েশা খানের শারীরিক গঠন নিয়ে ভারতীর এক রসিকতাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা। নেটিজেনদের অভিযোগ, জনসমক্ষে হাসির ছলে তিনি বডিশেমিং করেছেন।

সম্প্রতি শোয়ের একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন কপিল শর্মা ও তার আসন্ন সিনেমা ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর পুরো টিম। অনুষ্ঠানের একপর্যায়ে ছবির চার নায়িকা—ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী ও পারুল গুলাটি—নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করেন। এ সময় ভারতী মন্তব্য করেন, নায়িকাদের দেখে তার নাকি কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের কথা মনে হয়েছে এবং আয়েশাকে উদ্দেশ করে বলেন, তিনি অভিষেকের মতোই “লম্বা আর চওড়া”।

এই মন্তব্যে আয়েশা খান মুহূর্তেই অস্বস্তিতে পড়ে যান। ক্যামেরার সামনেই নিজের পেট ঢাকার চেষ্টা করতে দেখা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে কপিল শর্মা ভারতীকে প্রশ্ন করেন, এটি প্রশংসা ছিল নাকি অন্য কিছু। একই সঙ্গে অভিনেত্রী পারুল গুলাটিও প্রকাশ্যে আপত্তি জানিয়ে বলেন, এমন মন্তব্য করা মোটেও ঠিক হয়নি।

সমালোচনার মুখে ভারতী সিং হাসিমুখে সাফাই দিয়ে বলেন, তিনি অন্তঃসত্ত্বা বলেই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, জাতীয় টেলিভিশনের মঞ্চে দাঁড়িয়ে একজন নারীর শারীরিক গঠন নিয়ে রসিকতা করা অরুচিকর ও অসম্মানজনক।

উল্লেখ্য, ‘কিস কিসকো পেয়ার করু ২’ সিনেমায় কপিল শর্মার বিপরীতে অভিনয় করেছেন আয়েশা খান, ওয়ারিনা হুসেন, ত্রিধা চৌধুরী ও পারুল গুলাটি। সিনেমার প্রচারের অংশ হিসেবেই তারা ‘লাফটার শেফস’ শোতে অংশ নিয়েছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top